আপিলের পর সুসংবাদ পেয়েছেন লুইস দিয়াস। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের তারকা উইঙ্গারের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানো হয়েছে।
২৮ বছর বয়সী দিয়াসের শাস্তি কমানোর কথা শুক্রবার জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। তিন থেকে দুই ম্যাচে কমিয়ে আনা হয়েছে তার নিষেধাজ্ঞা।
আগামী ২১ জানুয়ারি বেলজিয়ামের ক্লাব ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে লুইস দিয়াসকে পাবে জার্মান চ্যাম্পিয়নরা।
গত ৫ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকে করা গুরুতর ফাউলের জন্য দিয়াসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখেন দিয়াস।
পিএসজির মাঠে ২-১ ব্যবধানে বায়ার্নের জয়ের ম্যাচে দুটি গোলই করেন কলম্বিয়ান ফরোয়ার্ড। নিষেধাজ্ঞার কারণে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি দিয়াস। আগামী মঙ্গলবার পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচ ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিনে বায়ার্ন।
এমআর/টিকে