২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে রাজি নন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই আসরের গ্রুপ পর্ব শেষে কঠিন সব দলগুলোর মুখোমুখি হতে হবে জানিয়ে সতর্কবার্তাও দিয়েছেন আলবিসেলেস্তে বস।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। ‘জে’ গ্রুপে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে জর্ডান, অস্ট্রিয়া ও আলজেরিয়াকে।
বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সোনালি ট্রফি নিয়ে মঞ্চে হাজির হন স্কালোনি। তিনি বলেন, 'আমরা সর্বোচ্চটা দেবো এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তাই করার চেষ্টা করবো, যেটা হলো নিজেদের সাধ্যের সবটুকু দেয়া, কোনোভাবেই হাল না ছাড়া।'
স্কালোনি বলেন, '২০২২ বিশ্বকাপের মতো, আমরা বলবো কোনো প্রতিপক্ষই সহজ নয়। আপনাকে ম্যাচগুলো খেলতে হবে। এটা পার করতে পারলে পরে গ্রুপ ‘এইচ’ এর সঙ্গে লড়াই, এক ধাপ থেকে পরের ধাপের পথটা কঠিন। তবে প্রথমে আমাদের গ্রুপ পর্বের চ্যালেঞ্জ পার করতে হবে, এরপর দেখবো।'
সবশেষ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক জয় তুলে নিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে তারা। তবে আসরের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারের সেই তিক্ত স্মৃতি এখনও ভুলতে পারেননি স্কালোনি। তাই কোনো প্রতিপক্ষকেই একেবারে সহজ ভাবে নিতে রাজি নন তিনি।
এমআর/টিকে