এবার আমেরিকান ফুটবলের নাম বদলানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকান ফুটবলের নাম বদলানো উচিত। তার মতে, গোলাকার বল দিয়ে খেলা ফুটবলই আসল ফুটবল; যেটিকে যুক্তরাষ্ট্রে বলা হয় ‘সকার’। এমনকি আমেরিকান ফুটবল নামটি আর মানানসই নয় বলেও মন্তব্য করার পাশাপাশি ন্যাশনাল ফুটবল লিগের জন্যও নতুন নাম খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শুক্রবার ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘ফুটবল নামে আরেকটা খেলা আছে— আমরা আসলে সেটা হাত দিয়ে খেলি। কিন্তু যখন ভাববেন... এটিই ফুটবল, এতে কোনো সন্দেহ নেই। তাই এনএফএল বা ন্যাশনাল ফুটবল লিগের জন্য আমাদের অন্য কোনও নাম ঠিক করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভাবলে দেখবেন, বিষয়টা সত্যিই ঠিক মানায় না’।
মূলত আমেরিকায় ‘ফুটবল’ বললে বোঝায় আমেরিকান ফুটবলকে— যেখানে বল মূলত হাত দিয়ে খেলা হয়। যা বিশ্বের বাকি অংশে ফুটবল নামে পরিচিত খেলাটির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।
প্রতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে কোটি মানুষ আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আসর সুপার বোল দেখে। শুক্রবারের অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আমেরিকানদের মনে করিয়ে দেন, ২০২৬ বিশ্বকাপ হবে ‘১০৪টি সুপার বোলের সমান’ এক ইভেন্ট।
সব ধরনের খেলায় আগ্রহী ট্রাম্প সাম্প্রতিক সময়ে ফুটবলের প্রতি বিশেষ টান অনুভব করছেন। আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তার ফুটবল-উন্মাদনাও তত বাড়ছে।
এবি/টিকে