মিয়ানমারে বিমান হামলায় প্রাণ গেল ১৮ জনের, আহত আরও অন্তত ২০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে দেশটির সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জান্তার বিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। শনিবার স্থানীয় এক উদ্ধারকর্মী ও দুই বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জান্তার বিমান হামলায় হতাহতের এই এথ্য জানিয়েছেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। দেশটির সামরিক বাহিনী বিদ্রোহীদের দমনে ব্যাপক রক্তক্ষয়ী অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ উঠলেও জান্তা বাহিনী তা অস্বীকার করেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির স্যাগাইং অঞ্চলের তাবাইন শহরে জান্তার বিমান থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দু’টি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা ব্যস্ত সময়ে সেখানকার চায়ের দোকানে পড়ে বলে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, হামলার সময় চায়ের দোকানে ব্যাপক ভিড় ছিল। যে কারণে প্রাণহানির সংখ্যা বেশি বলে জানিয়েছেন তিনি।

জান্তার নিপীড়নের ভয়ে এএফপিকে পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়ে এসব তথ্য দিয়েছেন স্যাগাইংয়ের বাসিন্দা ও কর্মকর্তারা। সেখানকার এক উদ্ধারকর্মী বলেছেন, হামলার প্রায় ১৫ মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। তখনই সাতজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১১ জন মারা যান।

মিয়ানমারে সামাজিক আড্ডাস্থল হিসেবে চায়ের দোকানের বেশ পরিচিতি রয়েছে। হামলায় ওই চায়ের দোকান ও আশপাশের প্রায় এক ডজন বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, তিনি চায়ের দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। ঠিক সেই সময়ই বোমা বিস্ফোরণ ঘটে।

‘‘বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি মাটিতে শুয়ে পড়ি। বিস্ফোরণের শব্দ অত্যন্ত তীব্র ছিল।’’

তিনি বলেন, ‘‘আমার মাথার ওপর আগুনের শিখা দেখেছিলাম... ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি। এরপরই বাড়ি ফিরে যাই।’’

তবে এই বিমান হামলার বিষয়ে জানতে দেশটির সামরিক সরকারের মুখপাত্রকে টেলিফোন করা হলেও তিনি কোনও সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি। শনিবার স্যাগাইংয়ে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আরেক বাসিন্দা বলেন, কিছু মৃতদেহের মুখ চেনা যাচ্ছিল না বলে তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়।

তিনি বলেন, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। কারণ নিহতদের কয়েকজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল।

চলতি বছরের মে মাসে স্যাগাইং অঞ্চলে সামরিক জান্তার আরেক বিমান হামলায় ২২ জনের প্রাণহানি ঘটে। তাদের মধ্যে ২০ জনই শিশু। যদিও সেই সময় দেশটিতে শক্তিশালী এক ভূমিকম্পের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জান্তা।

সূত্র: এএফপি।

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
সিলেট টাইটান্সের ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিম আল চৌধুরীর Jan 22, 2026
সিলেট পৌঁছালেন তারেক রহমান Jan 22, 2026
img
ধুরন্ধরের রেকর্ড ভাঙতে পারে ‘বর্ডার ২’ Jan 22, 2026
বিশ্ব আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় শক্তির প্রভাব বৃদ্ধি Jan 22, 2026
চলে গেলেও চিরস্মরণীয় সুশান্ত সিং রাজপুত Jan 22, 2026
বিপিএলে বরিশাল না থাকায় হৃদয়ে ব্যথা : কাফি Jan 22, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসিকে ২৪ ঘণ্টায় জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত Jan 22, 2026
img
সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দিলো ভারত Jan 22, 2026
img
ওরা দুর্বল বলেই ভয় দেখাচ্ছে, মামলা করছে: জাপা প্রার্থী সিদ্দিকুল Jan 22, 2026
img
রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার Jan 22, 2026
img
প্রয়াত শিল্পমন্ত্রী নয়া মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী আজ Jan 22, 2026
img
ঝিনাইদহে ৪ অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা Jan 22, 2026
img
সহজ জয়ে শীর্ষ ৮ নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ Jan 22, 2026
img
চাপ সামলে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ে লক্ষ্যের পথে লিভারপুল Jan 22, 2026
img
আমিও এখন আপনাদের সিলেটের সন্তান : তারেক রহমান Jan 22, 2026
img
দামাকের বিপক্ষে আল নাস্‌রের জয়, রোনালদোর আরেকটি রেকর্ড Jan 22, 2026
img
নুরের পক্ষে কাজ না করায় দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি বহিষ্কার Jan 22, 2026
img
স্লাভিয়া প্রাহাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ জয়ের দেখা পেল বার্সেলোনা Jan 22, 2026
img
মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক Jan 22, 2026
img
কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন দেওয়ায় প্রার্থীকে জরিমানা Jan 22, 2026