শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বার্সেলোনা। বিরতির পর দুই দলের জালেই গেল বল। রেয়াল বেতিসকে অনায়াসে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সংহত করল হান্সি ফ্লিকের দল।
ফেররান তরেসের দারুণ হ্যাটট্রিকে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৫-৩ গোলে জিতেছে শিরোপাধারীরা।
আন্তোনির গোলে পিছিয়ে পড়ার পর, দুই মিনিটের মধ্যে দুই গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন তরেস। কাতালান দলটির জার্সিতে রুনি বার্দগি প্রথম গোলের দেখা পাওয়ার পর, প্রথমার্ধেই তরেস পূর্ণ করেন হ্যাটট্রিক।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। শেষ দিকে দুই গোল শোধ করতে পারে বেতিস।
১৬ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৪০। চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
টিজে/টিকে