শনিবার (৬ ডিসেম্বর) ইল্যান্ড রোডে সফরকারী লিভারপুলের বিপক্ষে দুই দফা পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করেছে স্বাগতিক লিডস ইউনাইটেড।
এদিন ম্যাচের সবকয়টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। হুগো একিতেকের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ডমিনিক কালভার্ট-লেউইন এবং আন্টন স্টাচের গোলে সমতায় ফেরে লিডস। এর কয়েক মিনিট পরই ডমিনিক সবোস্লাইয়ের গোলে ফের এগিয়ে যায় রেডরা। কিন্তু যোগ করা সময়ের একদম শেষে এসে আও তানাকার গোলে ১ পয়েন্ট কেড়ে নেয় স্বাগতিকরা।
শেষ পাঁচ ম্যাচে এই নিয়ে চতুর্থবার পয়েন্ট হারাল লিভারপুল। দুটি করে হার ও ড্রয়ের মাঝে মাত্র একটি ম্যাচ জিতেছে স্লটের দল। ১৫ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে লিভারপুল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস।
ম্যাচের প্রথমার্ধে লিভারপুল ৮টি এবং লিডস পাঁচটি শট নিলেও কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর খেলা শুরুর ৩ মিনিটের মাথায় লিড পায় লিভারপুল। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে, একজনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে শট নেন একিতেকে। এর দুই মিনিটের মাথায় কনর ব্রাডলির ক্রস পেয়ে বাঁ পায়ের টোকায় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার।
৭০ মিনিটে লিভারপুল বিপদে পড়ে তাদের সেন্টারব্যাক ইবরাহিম কোনাতের ভুলে। ডি-বক্সের বাইলাইনে তিনি ফাউল করে বসেন ভিলফ্রিদ নিয়োন্তোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিকে ব্যবধান কমান কালভার্ট-লেউইন। এর দুই মিনিট পরেই সমতা টানেন জার্মান মিডফিল্ডার আন্টন।
সেই ধাক্কা সামলে ফের এগিয়ে যায় লিভারপুল। এবার ডি-বক্সের ভেতর থেকে শট নিয়ে গোল করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার সবোস্লাই।
রেফারি এদিন ৯ মিনিটের ইনজুরি টাইম দেন। ষষ্ঠ মিনিটে জাপানের মিডফিল্ডার তানাকা বল জালে পাঠিয়ে স্বাগতিকদের উল্লাসে ভাসান।
লিভারপুল ড্র করলেও তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এভারটন পেয়েছে বড় জয়। ঘরের মাঠে তারা ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। এভারটনের পক্ষে বারি এবং ডেউসবারি-হল গোল করেন। বাকি গোলটি মিলেনকোভিচের আত্মঘাতী।
এই জয়ে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে এভারটন। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নটিংহ্যাম।
রিচার্লিসন ও জাভি সিমন্সের গোলে ২-০ ব্যবধানে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেয়েছে টটেনহ্যামও। ঘরের মাঠে এই জয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে টতেনহ্যাম। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ব্রেন্টফোর্ড।
টিজে/টিকে