টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। চলতি বছর ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জিতেছে বাংলাদেশ। ১৪টি হারের সঙ্গে ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিজেদের টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এ ছাড়া টানা চারটিসহ এ বছর পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ।
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ভালো উন্নতি হয়েছে। আমরা নিজেদের জন্য একটি লক্ষ্যস্থির করেছি এবং সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। আমি বলব না যে, আমরা সবকিছু অর্জন করেছি। কিন্তু এ বছর আমাদের বেশিরভাগ সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। যা আমাদের উন্নতি করতে সাহায্য করেছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমরা যে ফলাফল আশা করেছিলাম তা পেয়েছি।’
টি-টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হবে সেই ধারণা এ বছর খেলোয়াড়রা ভালোভাবে পেয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-টোয়েন্টি সর্ম্পকে ভালো ধারণা হয়েছে খেলোয়াড়দের। তারা এখন জানে কিভাবে খেলা উচিত। এ বছর এটিই সবচেয়ে বড় অর্জন। ব্যাটাররা নিজেদের দায়িত্ব অনুযায়ী খেলেছে। এমন সময় ছিল, যখন পরিকল্পনা বাস্তবায়ন হত না। এখন সবাই নিজেদের দায়িত্ব সর্ম্পকে ভালো বুঝতে পারে।’
এসএস/টিকে