বাবর আজমের সঙ্গে বৈরি সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমান আলী আঘা। পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের ওপর বাবর আজমের প্রভাবও তুলে ধরেছেন দলটির অধিনায়ক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেও আশাবাদী তিনি।
বাবরের খেলার ধরন নিয়েও বেশ সন্তুষ্ট সালমান। বাবরের পেশাদারিত্ব এবং নিজেকে গড়ে তোলার ধরন নিয়েও সন্তুষ্ট সালমান। পাকিস্তান ক্রিকেটে বাবরের ধারাবাহিক পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
সালমান বলেন, 'ও আমার খুব ভালো বন্ধু। বাবর আজমকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সে জানে কোথায় ভুল করছে। বাবর আগে আমাকে জানিয়েছিলেন যে ফর্ম আসে এবং যায়। এটা স্বাভাবিক, তাই দলে সবাইকে নিয়ে সামঞ্জস্য বজায় রাখা জরুরি।'
'বাবর আজম শেষ সাত-আট বছরে পাকিস্তানের জন্য অসাধারণ পারফরম্যান্স দিয়েছে। গত দুই-তিন বছরে হয়তো ফ্যানদের আশা অনুযায়ী খেলতে পারেনি, তবে সে সকলের কথা শুনে, এমনকি জুনিয়র খেলোয়াড়দেরও।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর মাত্র ছয়টি ম্যাচ বাকি আছে পাকিস্তানের। এই ম্যাচগুলোতে দলে খুব বেশি পরিবর্তন আনার পক্ষে নন সালমান। দলের বর্তমান কম্বিনেশন শক্তিশালী করে বিশ্বকাপে যেতে চান তিনি।
সালমান বলেন, 'আমি মনে করি না যে ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে কোনো বড় পরিবর্তন হবে। দল একই কম্বিনেশনে খেলবে। সব খেলোয়াড়কে নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয়েছে এবং আমরা সেই দায়িত্বে অটল থেকে এগিয়ে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও ৬টি ম্যাচ বাকি আছে, যেখানে আমাদের ধারাবাহিকভাবে খেলা দরকার।'
'৬টি ম্যাচে আমরা বড় কোনো পরিবর্তন করতে পারি না। গত ছয় মাস ধরে আমরা একই খেলোয়াড়দের সঙ্গে খেলছি এবং ফলাফল আসতে শুরু করেছে। আমি চাই আমরা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতি, এরপর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপও।'
এসএস/টিকে