অন্যান্য অনেক নায়কের মতো ধারাবাহিক সিনেমায় পাওয়া যায় না শরীফুল রাজকে। মনের মতো গল্প না হলে সময় পেরিয়ে গেলেও তাতে সায় দেন না এই নায়ক। ঈদুল আজহায় ‘ইনসাফ’ মুক্তির পর পরই কিছুদিন আগে নতুন সিনেমার খবরে আসেন তিনি। জানিয়েছেন, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করছেন তিনি।
এরমধ্যেই খবর, আরো একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ। ‘জীবন অপেরা’ শিরোনামের এ ছবিটি পরিচালনা করবেন আলভী আহমেদ।
তবে ছবিটি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না নায়ক। শুধু বললেন, ‘চুক্তি সাইন করেছি।
আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।’
ছবিটিতে রাজের চরিত্রটির নাম রফিক। গল্পে রফিকের দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে।
এক জীবনে সে ব্যর্থ প্রেমিক; তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখী সংসার করছে। হঠাৎ এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, প্রথম জীবন থেকে সে দ্বিতীয় জীবনে ছিটকে পড়েছে- যেন ফাঁদে আটকে পড়া ইঁদুর।
জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিং। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং।
সরকারি অনুদানে তৈরি জীবন অপেরা সিনেমাটিতে রাজের বিপরীতে কে থাকছেন, তা এখনই জানাতে চাইছেন না পরিচালক। শিগগিরই সুখবর দেবেন বলেও খবর।
টিজে/এসএন