আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান। তবে কোনো প্রশ্ন সামনে রেখে দেশে আসতে চান না তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমানের জন্য অপেক্ষাকৃত রিকশা চালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা কথা বলছেন। তবে নিন্দুকের কথা কানে নেন না তারেক রহমান। তিনি বীরের বেশে দেশে ফিরবেন।
এ দিকে ধানের শীষ হাতে নিতে জুবাইদা রহমানের সাক্ষাতের জন্য প্রায় ৬ দিন ধরে অপেক্ষায় থাকা রিকশা চালক আনোয়ার হোসেনের ধানের শীষ গ্রহণ করেছেন আতিকুর রহমান রুমন। জুবাইদা রহমানের নির্দেশে সেটি গ্রহণ করা হয়েছে। বাসায় ফেরার পথে ওই রিকশাচালকের সঙ্গে দেখা করবেন জুবাইদা রহমান বলেও জানান তিনি।
ইএ/এসএন