সদ্য সমাপ্ত বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। যে দলে খেলেছেন আব্দুল গফফার সাকলাইন। আর বিপিএলে নিজের প্রথম আসর খেলেই করেছেন বাজিমাত। রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ের দিনে ম্যাচে ৩.৫ ওভারে ২৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকলাইন।
সদ্য দ্বাদশ আসরে ৯ ম্যাচে খেলে সাকলাইনের উইকেট ৯টি। ব্যাট হাতেও অবদান রাখার চেষ্টা করে করেছেন ৫৪ রান। চট্টগ্রামের বিপক্ষে এমন জয়ের দিনে সাকলাইন স্মৃতিচারণও করলেন পরিবার নিয়ে। ম্যাচ শেষে জানান, তার বাবার ইচ্ছা ছিল ছেলের খেলা টিভিতে দেখবেন। বাবার জীবদ্দশায় সে ইচ্ছা পূরণ হয়নি।
সাকলাইন বলেন, ‘সর্বপ্রথম আল্লাহপাকের কাছে শুকরিয়া যে আল্লাহপাক এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন। আর বোলিংয়ে আমি সবসময় চেষ্টা করি নিজের স্ট্রেংথে থাকার। পুরো টুর্নামেন্ট কন্টিনিউ করে গেছি। আর আল্লাহপাকের রহমতে সাকসেসফুল।’
এ সময় প্রয়াত বাবাকে স্মরণ করে তিনি বলেন, ‘আসলে উনার একটা ইচ্ছা ছিল যে আমি টিভিতে খেলবো, উনি দেখবেন। তো উনি নাই এখন, উনার দোয়া আমার সঙ্গে আছে। আল্লাহপাক উনাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। আর তিনি অনেক দোয়া করতেন, তাই আল্লাহ এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন। তো কী বলব, আলহামদুলিল্লাহ— আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহপাক উনার জন্য তাওফিক করুক।’
আইকে/টিএ