চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফের চোট থাবা দিয়েছে স্প্যানিশ ক্লাবটিতে। তাদের চোটাক্রান্ত খেলোয়াড়ের তালিকায় যোগ হওয়া নতুন নাম কিলিয়ান এমবাপে।
রয়টার্স ও স্পেনের কয়েকটি গণমাধ্যমের খবর, পেশির চোটে ভুগছেন বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে। যে কারণে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের খেলা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময়ে রাত ২ টায় শুরু হবে মাঠের লড়াই।
ম্যাচটি থেকে এমবাপে ছিটকে গেলে বড় ধাক্কা হয়ে আসবে রিয়ালের জন্য। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তারকা এই ফুটবলার। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ, দুই প্রতিযোগিতায়ই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি।
সিটির বিপক্ষে এমবাপে খেলতে না পারলে স্প্যানিশ ফরোয়ার্ড গনসালো গার্সিয়াকে নিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন শাবি আলোন্সো। গত ফিফা ক্লাব বিশ্বকাপে ভালো খেলেছিলেন ২১ বছর বয়সী গার্সিয়া। ওই প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।
চলতি মৌসুমে চোট বেশ ভোগাচ্ছে রিয়াল মাদ্রিদকে। আঘে থেকে চোটের সঙ্গে লড়ছেন দানি কার্ভাহাল, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ডিন হাউসেন, এদের মিলিতাও, দাভিদ আলাবা, ফেরলঁদ মঁদি ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
লা লিগায় গত পাঁচ রাউন্ডের মাত্র একটিতে জয়ী (তিন ড্র ও এক হার) রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ভালোই করছে। ইউরোপ সেরার মঞ্চে পাঁচ ম্যাচের চারটিতে জিতে পঞ্চম স্থানে আছে তারা। তাদের উপরে থাকা তিন দলেরও (ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও পিএসজি) পয়েন্ট ১২। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
এমআর