চ্যাম্পিয়ন্স লিগে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেয়েছে পিএসজি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই ম্যাচে খেলতে পারবেন না উসমান দেম্বেলে।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার বিলবাওয়ের বিপক্ষে লড়বে পিএসজি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়। আগের দিন দেওয়া বিবৃতিতে পিএসজি জানিয়েছে, সোমবার থেকে শারীরিকভাবে অসুস্থ দেম্বেলে।
চলতি মৌসুমে কয়েক দফায় চোটে পড়েছেন দেম্বেলে। সবশেষ পায়ের পেশির চোট কাটিয়ে গত মাসের শেষ দিকে মাঠে ফিরলেও, তার পূর্ণ ফিটনেস নিয়ে সমস্যা এখনও আছে। এর মাঝেই আবার ছিটকে পড়লেন মাঠের বাইরে।
চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দলের লিগ-পর্বে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে বিলবাও রয়েছে ২৭তম স্থানে।
এমআর