রাজশাহীতে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর ৬টি কেন্দ্র ও উপকেন্দ্রে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলোর চারদিকে ২০০ গজ এলাকাকে বিশেষ নিয়ন্ত্রণাধীন ঘোষণা করা হয়েছে।
এ সময়ে পরীক্ষাকেন্দ্রের আশপাশে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আরএমপি আরও জানিয়েছে, ঘোষিত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/এসএন