আজ বিগ ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি। বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত দুইটায়। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে আতিথ্য জানাবে অ্যাথলেটিকো বিলবাও। ক্লাব ব্রুগার বিপক্ষে নামবে আর্সেনাল। জুভেন্টাসের প্রতিপক্ষ নবাগত ক্লাব পাফোস। পতুর্গিজ ক্লাব বেনফিকার বিপক্ষে নামবে বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি। এছাড়া ডর্টমুন্ড-বোদো ম্যাচ। সবকটি খেলা শুরু রাত দুইটায়।
বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ডের মুখোমুখি নিশ্চিত হয়ে আছে। তবে তার আগেই দুই গোল মেশিনের দ্বৈরথ বার্নাব্যুতে। যদিও রিয়াল জার্সিতে এমবাপ্পের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে দোলাচল। ম্যানচেস্টার সিটির জন্য শেষ ট্রেনিং সেশনে মাঠে নামেননি স্প্যানিশ তারকা। গুপুত্বপূর্ণ ম্যাচের আগে এদুয়ার্দো কামাভিঙ্গাও অনুশীলন করেননি।
চ্যাম্পিয়নস লিগ মানে রিয়াল মাদ্রিদ যতটা অপ্রতিরোধ্য, সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ততটাই চ্যালেঞ্জ সর্বাধিক চ্যাম্পিয়নদের। ইনজুরির কারণে দানি কার্ভাহাল, আলেকজান্ডার আর্নল্ড, ডিন হুইসেন, এদের মিলিতাওদের পাচ্ছেন না রিয়াল কোচ। রিয়াল কোচ জাবি আলোনসোকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছে কয়েকদিন ধরেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলোনসোকে প্রশ্ন করা হয়েছিল স্কোয়াডের সবাই এখনও তার পাশে আছেন কি-না?
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো বলেন, দল ঐক্যবদ্ধ আছে, দলের সবার মাঝে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটা আছে। সবাই আত্মবিশ্বাসী যে, আমরা জিততে পারব। কারো মধ্যে কোনো সংশয় নেই। তবে সেজন্য আমাদের ভালো ছন্দে খেলতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতায় লড়তে হবে।
ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গার্দিওলা বলেন, বার্সেলোনা, মাদ্রিদ কঠিনতর প্রতিপক্ষ, এমন ম্যাচে নানা চাপ কাজ করে। শুধু মাঠের খেলা নয়, অন্য বিষয়ের সঙ্গেও লড়তে হয়।গার্দিওলার মাঠের দুশ্চিন্তা কমিয়ে দিচ্ছে গোল মেশিন আর্লিং হালান্ডের ফর্ম। যদিও জন স্টোনস, মাতেও কোভাসিচ, রদ্রিকে ছাড়া ফিট স্কোয়াডই পাচ্ছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তবে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের চিন্তার কারণ হেড টু হেডে শেষ চার ম্যাচে জয়হীন তার দল।
এসএস/এসএন