টলিউডে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জুনিয়র এনটিআর-প্রশান্ত নীল জুটির নতুন অ্যাকশন ছবি ঘিরে। ছবিটি শুটিং শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর সেই আলোচনায় হঠাৎই যোগ হয়েছে নতুন রঙ-বলিউড তারকা কাজলের সম্ভাব্য উপস্থিতি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জোর গুঞ্জন, ছবিটিতে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। এই খবরই মুহূর্তে আগুন ধরিয়েছে ভক্তদের মধ্যে, বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে।
এনটিআর নীল নামে পরিচিত এই ছবিটি নির্মিত হচ্ছে পূর্ণমাত্রার গণমুখী অ্যাকশন ঘরানায়। থাকছে দ্রুতগতির দৃশ্যায়ন, তীব্র নাটকীয়তা আর নায়ককে তুলে ধরার নতুন কৌশল। জুনিয়র এনটিআর এবার যে রূপে হাজির হতে চলেছেন, তা তার আগের কাজগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন হবে-এমনটাই ধারণা সিনেমাপ্রেমীদের।
ছবির প্রযোজনায় রয়েছে মৈথ্রি মুভি মেকার্স ও এনটিআর আর্টস। সুর করছেন রবি বসরুর। সব মিলিয়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এটিকে বছরের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। আর এই বিশাল আয়োজনেই যদি সত্যি কজল যোগ দেন, তাহলে ছবির প্রত্যাশা ও উত্তেজনা আরও কয়েক ধাপ বেড়ে যাবে বলেই মনে করছেন টলিউড বিশ্লেষকেরা।
বলিউডের জনপ্রিয় মুখ কাজল, দক্ষিণের তারকা জুনিয়র এনটিআর এবং হিটমেকার প্রশান্ত নীল-এই অপ্রত্যাশিত সমন্বয় ইতিমধ্যেই সৃষ্টি করেছে তুমুল প্রত্যাশা। এখন শুধু সময়ের অপেক্ষা, গুঞ্জন ভেঙে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে।
আরপি/এসএন