জন্মদিনে আবারও প্রমাণ করলেন রুক্মিণী বসন্ত ঐতিহ্য আর আধুনিকতা একসঙ্গে কতটা সুন্দরভাবে ধরা যেতে পারে। নিজস্ব সৌন্দর্যবোধ আর নিখুঁত রুচির কারণে যিনি বরাবরই আলোচনায় থাকেন, সেই রুক্মিণী বসন্ত এবারও শাড়ির আঙ্গিকে নিয়ে এলেন নতুন দৃষ্টিভঙ্গি। কখনো গাঢ় মেরুন- হলুদ রেশমে ক্লাসিক সাজ, কখনো আবার একরঙা নরম ড্রেপের সঙ্গে সাহসী অলংকার সব মিলিয়ে তিনি যেন দেখিয়ে দেন, শাড়ি কেবল পোশাক নয়, এক ধরনের ব্যক্তিত্ব প্রকাশ।
তার শাড়ি বাছাইয়ে ঐতিহ্যবাহী কাপড় যেমন জায়গা পায়, তেমনি থাকে কাটছাঁটের আধুনিক ছোঁয়া। আর এই মিশেলই তাকে আজকের প্রজন্মের কাছে এক বিশেষ স্টাইল আইকনে পরিণত করেছে। রুক্মিণী বসন্ত উপস্থাপনায় শাড়ি হয়ে ওঠে খুবই সহজ, পরিশীলিত ও একরকম অনুপ্রেরণার উৎস। তিনি যেন মনে করিয়ে দেন শাড়ির সৌন্দর্য চিরকালীন, আর সঠিক উপস্থাপনায় এটি হতে পারে অসীম বহুমাত্রিক।
জন্মদিনে ভক্তরা তাই শুধু অভিনন্দনই জানাননি, বরং উদযাপন করেছেন তার শৈলী ও নান্দনিকতার ধারাবাহিকতা। রুক্মিণীর শাড়ি স্বাক্ষর এখন এক নতুন ভাষা, যা পরিণত করছে ঐতিহ্যকে এক অনন্য আধুনিকতায়।