সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আনা সংস্কারগুলোর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ভবিষ্যতের অগ্রযাত্রা অবশ্যই এসব অর্জনের ভিত্তিতেই নির্মিত হতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আজ এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা যখন সংস্কারের কথা বলি, তখন একটি সাধারণ হতাশা দেখা দেয়-পরবর্তী রাজনৈতিক সরকার এলে কী হবে? এসব সংস্কার কি হারিয়ে যাবে? আমি নিশ্চিত করে বলতে চাই-দু’টি বিষয় কখনো হারাবে না।’

অন্তর্বর্তী সরকারের পুনর্বহাল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সুরক্ষিত সংস্কার হিসেবে উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সুপ্রিম কোর্টের এক রায়ের মাধ্যমে সুরক্ষিত, ‘এটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই।’

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রসঙ্গে তিনি বলেন, এ আইনটির অভিভাবক হিসেবে কাজ করবে সুপ্রিম কোর্ট নিজেই।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না যে কোনো সরকার এসব সংস্কার প্রত্যাহারের চিন্তাও করবে। এই দু’টি উপাদান মৌলিক-আমাদের তত্ত্বাবধায়ক সরকার থাকবে, আর আমাদের স্বাধীন বিচারব্যবস্থা থাকবে। এ দুইটি একসঙ্গে মানবাধিকার অগ্রগতির বড় নিশ্চয়তা প্রদান করে।
অন্যান্য বড় উদ্যোগের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ছিল-যেমন মানবাধিকার অধ্যাদেশ এবং গুমসংক্রান্ত অধ্যাদেশ।

এগুলোর বিরোধী কিছু গোষ্ঠী অবশ্যই থাকবে, কারণ এগুলো প্রকৃত জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। কিন্তু আমরা যখন আবার নাগরিক সমাজে ফিরে যাব, আমরা রাস্তায় নামব এসব আইন রক্ষার জন্য।’

তিনি আরো বলেন, সরকার কিছু কম চ্যালেঞ্জিং আইনও প্রণয়ন করেছে, যা ইতিমধ্যেই জনগণের উপকারে আসতে শুরু করেছে।

তিনি বলেন ‘আমরা সিআরপিসি এবং সিপিসির প্রক্রিয়াগত আইনগুলোর ফাঁকফোকর চিহ্নিত করেছি।

ফলে এখন দ্রুত বিচার প্রদানের সম্ভাবনা আগের চেয়ে অনেক বাস্তবসম্মত। আমি মনে করি না যে কোনো সরকার এসব পরিবর্তন বাতিল করার চেষ্টা করবে।’

এ পর্যন্ত অর্জিত সংস্কারগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অনুগ্রহ করে আমরা যা সত্যিকার অর্থে অর্জন করেছি, তা মূল্যায়ন করুন। আর যেগুলো করতে পারিনি, সেগুলোর পেছনের সীমাবদ্ধতাগুলো বোঝার চেষ্টা করুন।’

স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, কমিশন সুপারিশ দেওয়ার ক্ষমতা রাখবে।

তিনি প্রশ্ন তোলেন ‘যদি কমিশন বারবার সুপারিশ করে, আর সরকার তা উপেক্ষা করতে থাকে-তাহলে কি সেটি সরকারের ওপর চাপ সৃষ্টি করবে না?’

আগে এ ধরনের চাপ সৃষ্টির ব্যবস্থা ছিল না উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ধারাবাহিক নজরদারি, জবাবদিহি এবং জনস্বচ্ছতা-এসব এখন এ প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আরো জোরদার হবে।

অনুষ্ঠানটি আয়োজন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ।

এতে আরো বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইউএনডিপির সিনিয়র কর্মকর্তা স্টেফান লিলার এবং সুইস দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবের্তো জিওভানেত্তি প্রমুখ।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য Dec 10, 2025
img
মোহাম্মদপুরে মা-মেয়ের ঘটনায় গৃহকর্মী আয়েশার স্বামীর মন্তব্য Dec 10, 2025
এনসিপির প্রার্থী ঘোষণা; আলোচিত ছাত্রনেতারা কে কোথায় মনোনয়ন পেলেন Dec 10, 2025
১৬ ডিসেম্বর ঘিরে যে কর্মসূচি নিয়েছে ডাকসু! Dec 10, 2025
এমএলএসে নতুন রেকর্ড লিওনেল মেসির Dec 10, 2025
দুঃসময়ে লিভারপুলের স্বস্তির জয়, বার্সার জিতল ২-১ গোলে Dec 10, 2025
img
খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
১৫৯ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসা নিয়েছেন : পররাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় ব্রিফ করবেন ডা. জাহিদ Dec 10, 2025
img
বিশেষ সম্মাননা ‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেলেন রেখা Dec 10, 2025
img
রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়: রিজওয়ানা হাসান Dec 10, 2025
img
থমকে আছে নীরব-পরীমণির 'নীল গোলাপ' Dec 10, 2025
img
‘জিও জিও’ স্লোগানে উত্তাল অর্থ মন্ত্রণালয়, উপদেষ্টা অবরুদ্ধ Dec 10, 2025
img
পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ Dec 10, 2025
img
অধিকাংশ শেয়ারে দরপতন, লেনদেন ছাড়াল ৫০০ কোটি Dec 10, 2025
img
লাভ ইন্স্যুরেন্স কোম্পানি ফের বিলম্ব, ফেব্রুয়ারীতে মুক্তি Dec 10, 2025
img
উচ্চতা কখনও অভিনয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি কৃতি স্যাননের Dec 10, 2025
img
এক সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে চোখ মেলছেন অভিনেতা তিনু Dec 10, 2025
img
মরক্কোতে ভবন ধসে প্রাণ গেল ১৯ জনের Dec 10, 2025
img
এনসিপি থেকে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত সেলিম বালা Dec 10, 2025