আসন্ন জাতীয় নির্বাচনে “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে জামায়াত ভোট পাবে, ‘না’ দিলে বিএনপি”— নির্বাচনি প্রচারে এক নারীর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নারী রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন।
ভিডিওতে দেখা যায়, তিনি ওই আসনের কয়েকজন নারী ভোটারকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছেন। তিনি বলছেন, “১২ তারিখে ‘হ্যাঁ’-‘না’ ভোটের ছোট লিফলেটের মতো একটা কাগজ দেবে। আপনার সেখানে ‘না’ ভোট দিলে সেটা বিএনপি পাবে, আর যদি ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে সেটা জামায়াত পাবে।”
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, “আপনারা জামায়াতকে অবশ্যই ভোট দেবেন না, ‘না’-এ ভোট দেবেন, ‘হ্যাঁ’-এ দেবেন না। অবশ্যই আমাদের মিনু ভাইকে ধানের শীষে ভোট দেবেন।”
‘আপনারা ‘না’ জয়যুক্ত করবেন, এবং ধানের শীষে ভোট দেবেন,’ বলেন ওই নারী। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরা এতে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে সমালোচনা করে লিখেছেন, যেখানে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের অবস্থান নিয়েছে, সেখানে বিএনপিকে বিতর্কিত করতে গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার করছে রাজশাহী মহানগর বিএনপি।
ইউটি/টিএ