টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিএনপি ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল করেছে দলটির মনোনয়নপ্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে ফরহাদ ইকবালের সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, সদর আসনের ভোটারদের প্রত্যাশা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই ‘সদরের যোগ্য ও ত্যাগী নেতা’ হিসেবে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
নেতাকর্মীরা আরও জানান, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতার কারণে ফরহাদ ইকবালই এ আসনের উপযুক্ত প্রার্থী। মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তারা বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসএস/এসএন