তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে, কয়েক দফা বিতর্কিত নির্বাচনের পর এবার একইসঙ্গে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ তাদের। একইসঙ্গে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকেও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান বিশ্লেষকদের।
সব শঙ্কার অবসান ঘটিয়ে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ১২ ফেব্রুয়ারি ভোটাররা শুধু পছন্দের প্রার্থীকেই বিজয়ী করবেন না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্তের রূপরেখা জুলাই সনদ নিয়েও দেবেন মতামত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসির নির্বাচন এবং গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সব মহল।
দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাচ্ছে গণভোট। রাজনৈতিক দলগুলোর নানা মতের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসির সাবেক অতিরিক্তি সচিব ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির মতে, ‘সিইসির ভাষণে গণভোট সম্পর্কিত আলোচনা কম ছিল। ফলে একইদিনে দুই নির্বাচনের ঘোষণা সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠিত নাও হতে পারে।’
নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, ‘একই দিনে দুটি নির্বাচন হচ্ছে। কিন্তু ইসির বক্তব্য গণভোটের বিষয়টা আরও গুরুত্ব পাওয়া দরকার ছিল। তাহলে এটা ভোটারদের বুঝতে সুবিধা হতো এবং ভোটাররা আশ্বস্ত হতো।’
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ছিদ্দিকুর রহমানের মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে, আওয়ামী আমলে বেশকিছু বিতর্কিত নির্বাচন হওয়ায় এবার ইসির চ্যালেঞ্জও বেশি।
কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, ‘নির্বাচনকে ঘিরে যে আশঙ্কা, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেটা অনেকাংশে কেটে গেছে। তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। তবে, নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেয়া সম্ভব।’
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির। তবে, শুধু, নির্বাচন কমিশন বা সরকার নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার ওপর জোর দিচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
ইউটি/টিকে