ভারতের গুজরাটের বিধানসভার সদস্য ও রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী রিভাবা জাদেজা। তার আরও একটি পরিচয় তিনি ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী। স্বামী জাদেজার প্রশংসা করতে গিয়ে ভারতের ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করেন ভারতের এই রাজনীতিবিদ।
রিভাবা বলেছেন, ভারতের ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে বাজে অভ্যাসে জড়ান। কিন্তু রবীন্দ্র জাদেজা এক যুগ ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করলেও কখনো ভুল কর্মকাণ্ডে জড়াননি। জাদেজার স্ত্রী নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম না নিলেও তার এই মন্তব্য ভারতীয় দলের ড্রেসিংরুমের আচরণ ও সামগ্রিক সংস্কৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি জনসভায় দেওয়া বক্তব্যে রিভাবা বলছেন, ‘আমার স্বামী, ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে, লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা কোনো বাজে অভ্যাসে জড়াননি। কারণ, তিনি তার দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই বাজে কর্মকাণ্ডে লিপ্ত হন, কিন্তু তাদের ওপর কোনো বিধিনিষেধ নেই।’
জাদেজার স্ত্রী আরও বলেন, ‘আমার স্বামী ১২ বছর বাড়ির বাইরে। তিনি যা খুশি করতে পারেন, কিন্তু তাকে কী মানতে হবে, সেই নৈতিক কর্তব্যটা তিনি জানেন।’
রিভাবার ভিডিওর বক্তব্যটি কোন দিনের, সেটি জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, জাদেজার স্ত্রী বক্তব্যটি দিয়েছেন গুজরাটের ধারকার জনসভায়। তার বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জনের বক্তব্যে উঠে আসছে ভারতের ক্রিকেটারদের বিদেশ সফরের বিভিন্ন আলোচিত ঘটনাও।
২০১২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাদেজার। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে এখনও নিয়মিত টেস্ট ও ওয়ানডে খেলছেন তিনি।
পিএ/টিএ