গতকাল (১৩ ডিসেম্বর) চার দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাজির হয়েছিলেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার। তারা সেখানে আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড ছিল।
যেগুলো লিখা ছিল, ‘ঢাকা লিগ বন্ধ কেন’, ‘সবাই মাঠে খেলতে চাই’, ‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই’। মানবন্ধন শেষে ক্রিকেটারদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিসিবির শীর্ষ তিন কর্মকর্তা। এর মধ্যে ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও পরিচালক ইফতেখার রহমান মিঠু।
রবিবার তামিম ইকবাল বিসিবির বিরুদ্ধে ক্রিকেটারদের গেটে আটকে রাখার অভিযোগ তুলেছেন। তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের অভিযোগ তুলেছেন। সেখানেই জানিয়েছেন ক্রিকেটাররা যৌক্তিক দাবি নিয়েই বিসিবির কাছে গিয়েছিলেন।
তামিমের স্ট্যাটাস সম্পূর্ণ তুলে ধরা হলো পাঠকদের সুবিধার্থে-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে।
অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে, কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।
এসএস/এসএন