আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স। আগে ব্যাট করে দুবাই ১৬৬ রানের সংগ্রহ পায়। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। এই ম্যাচেও উইকেটের দেখা পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ডেজার্ট ভাইপার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার শায়ানের উইকেট হারায় দুবাই। এরপর ৩৯ রানের জুটি গড়েন লুইস ডি প্লয় ও গুলবাদিন নাইব। ২১ রান আসে নাইবের ব্যাট থেকে। এরপর জর্ডান কক্সের সাথে ডি প্লয় জুটি গড়েন। ফিফটির দেখা পান ডি প্লয়। ৪৪ বলে ৫৪ রান করেন তিনি।
এরপর কোন রান না করেই সাজঘরে ফেরেন রভম্যান পাওয়েল। তবে জর্ডান কক্স ও দাসুন শানাকা শেষদিকে ভালো ফিনিশিং দেন দুবাইকে। দুইজনে গড়েন ৪০ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩০ বলে অপরাজিত ৪৯ রান করেন কক্স। শানাকা অপরাজিত ছিলেন ১৮ বলে ২৯ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস।
রান তাড়ায় করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন ডেজার্ট ভাইপার্সের দুই ওপেনার ফখর জামান ও ম্যাক্স হোল্ডেন। বোলিংয়ে এসেই প্রথম ওভারে ফখরকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। ওই ওভারে ১১ রান দেন তিনি। ২২ বলে ৩৪ রান করে হায়দার আলীর শিকার হন হোল্ডেন। ঝড়ো ইনিংস খেলেন হাসান নওয়াজ। ১৬ বলে ৩১ রানের ইনিংসে হাঁকান ৩ ছক্কা।
১১তম ওভারে বোলিংয়ে এসে ১০ রান দেন মুস্তাফিজ। শেষদিকে দুর্দান্ত বোলিং করেন এই টাইগার পেসার। শেষ দুই ওভারে উইকেট না পেলেও খরচ করেন মাত্র ৯ রান। ড্যান লরেন্স ও শিমরন হেটমায়ার আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি ডেজার্ট ভাইপার্সের। স্যাম কারানের ব্যাট চড়ে ২ বল হাতে রেখেই জয় পায় তারা। ৩৩ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ তারকা।
ইএ/টিএ