ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ আরও তীব্র আকার ধারণ করেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহরজুড়ে ঘন ধোঁয়া দেখা যায়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) জানায়, সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬২—যা ‘সিভিয়ার’ বা ভয়াবহ পর্যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দিল্লির ৪০টি পর্যবেক্ষণ কেন্দ্রেই ‘রেড’ এলাট জারি করা হয়েছে। রোহিণীতে একিউআই ৪৯৯, জাহাঙ্গীরপুরী ও বিবেকবিহারে ৪৯৫ রেকর্ড করা হয়েছে। পূর্ব দিল্লির পাটপড়গঞ্জে একিউআই ছিল ৪৮৮; কম দৃশ্যমানতার কারণে গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে দেখা গেছে।
পরিস্থিতি মোকাবিলায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রথমে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-৩ এবং পরে জিআরএপি-৪ কার্যকর করেছে। এর আওতায় অপ্রয়োজনীয় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা, নির্মাণকাজ বন্ধ, কিছু যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি স্কুলের কিছু শ্রেণিতে অনলাইন ক্লাস এবং অফিসে অন্তত ৫০ শতাংশ কর্মীর ওয়ার্ক ফ্রম হোমের সুপারিশ করা হয়েছে।
সিএকিউএম জানায়, দুর্বল পশ্চিমা ঝঞ্ঝা ও বাতাসের গতি কমে যাওয়ায় দূষণ ছড়িয়ে পড়তে না পেরে শহরের ওপর আটকে আছে, ফলে হঠাৎ বায়ুমানের অবনতি ঘটেছে।