চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন আর্শদীপ সিং। আগের ম্যাচে উইকেট না পেলেও ধর্মশালায় তিনি শুরুতেই ঝড় তুলেছেন, একই সঙ্গে গড়েছেন ব্যক্তিগত মাইলফলক।
ইনিংসের একেবারে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করে আউট করেন আর্শদীপ। এই উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে।
আর্শদীপের ঝুলিতে এখন ৭১ ম্যাচে ১০৮ উইকেট, যেখানে মালিঙ্গা নিয়েছিলেন ৮৪ ম্যাচে ১০৭ উইকেট।
হেনড্রিকসকে আউট করার পর ডেথ ওভারেও নিজের কার্যকারিতা প্রমাণ করেন এই বাঁহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক এইডেন মারক্রামকে আউট করেন তিনি। কভার দিয়ে বড় শট খেলতে গিয়ে মার্করাম এজ করে বল পাঠান উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে।
এমআর/টিকে