ভারতের উত্তরপ্রদেশের মথুরায় দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকালে দৃশ্যমানতা কম থাকায় একে একে সংঘর্ষ হয় ৭টি বাস ও ৩টি প্রাইভেট কারের। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। এর ফলে একটির পেছনে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা মারে এবং একপর্যায়ে ১০টি গাড়ি দুমড়েমুচড়ে একাকার হয়ে যায়। সংঘর্ষের পরপরই কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের বক্তব্য মথুরার সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে যমুনা এক্সপ্রেসওয়েতে এই বড় দুর্ঘটনাটি ঘটে। এতে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।
উদ্ধার অভিযান এসএসপি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযান প্রায় শেষ পর্যায়ে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে মহাসড়ক পরিষ্কার করার কাজ চলছে, যাতে যানচলাচল স্বাভাবিক করা যায়।
আটকে পড়া যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র এনডিটিভি
পিএ/টিকে