যানবাহন সংক্রান্ত অপরাধের শাস্তিমূলক আইন প্রথম প্রণয়ন করে চীন

চীনা শাসক শার্ন সর্বপ্রথম যানবাহন সংক্রান্ত অপরাধের শাস্তিমূলক আইন প্রণয়ন করেন, প্রাচীন বিশ্বের বিরল উদাহরণ এটি। তার প্রণীত আইনে পাঁচটি পর্যায়ে শাস্তির বিধান ছিলো।

এরমধ্যে দূরপাল্লার যানবাহনের ক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বে-আইনি কিছু ঘটলে এর শাস্তি ছিলো মৃত্যুদণ্ড। শার্ন এর যানবাহন আইনের আওতায় প্রথম শাস্তিপ্রাপ্ত অপরাধী ছিলেন তারই মন্ত্রীসভার এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী হুয়ার্ন দু।

প্রায় ২২০০ খৃ.পূর্বাব্দে হুয়ার্ন দু’র উপর প্রদত্ত শাস্তিস্বরূপ তাকে পাঠানো হয়েছিলো চীনা সাম্রাজ্যের একেবারে দূরবর্তী প্রদেশ চুং শার্ন-এ (বর্তমানে হুনান প্রদেশ)।

একই সময়ে আরও অনেককে এ বিষয়ে শাস্তি দেয়া হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ