যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ‘এপস্টেইন ফাইল’-এর আরও নথি প্রকাশ করছে বিচার বিভাগ। তবে পুরো নথি এখনই প্রকাশ করা হচ্ছে না। ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষার জন্য কিছু নথি প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পুরো ফাইল প্রকাশে বিলম্ব হলে কংগ্রেসে প্রতিক্রিয়া ও রাজনৈতিক চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারিতে যুক্ত হলো নতুন অধ্যায়। শুক্রবার (১৯ ডিসেম্বর) মার্কিন বিচার বিভাগ জানায়, এপস্টেইনের জীবন ও অপরাধসংক্রান্ত বিপুল সরকারি নথির একাংশ প্রকাশ শুরু হয়েছে। প্রকাশিত এসব নথিতে কয়েক লাখ ডকুমেন্ট রয়েছে।
নথিতে যাদের ছবি প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ব্রিটিশ সংগীতজ্ঞ ও গীতিকার মিক জ্যাগার ও সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তিত্বও।
তবে বহুল প্রতীক্ষিত এপস্টেইন ফাইলের সামান্য কিছু অংশই প্রকাশ করা হয়েছে। বিচার বিভাগ বলছে, এখনও বিপল সংখ্যক নথি যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। যার কারণে তাৎক্ষণিকভাবে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষার জন্য কিছু নথি প্রকাশে দেরি হচ্ছে। ফক্স নিউজকে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে আরও কয়েক লাখ নথি ধাপে ধাপে প্রকাশ করা হবে।
তবে সীমিত নথি প্রকাশে ক্ষোভ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ গত নভেম্বরে পাস হওয়া ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এ ৩০ দিনের মধ্যে পূর্ণ নথি প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল মার্কিন কংগ্রেস। এতে পুরো ফাইল প্রকাশে বিলম্ব হলে কংগ্রেসে প্রতিক্রিয়া ও রাজনৈতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
টিজে/টিএ