মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা'র মালিকানাধীন একটি বাসভবনে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালত সংলগ্ন ডক্টরস মেডিকেল কলেজ ছাত্রনিবাসের পাশে অবস্থিত দোতলা 'জোহা ভবনে' এই হামলা চালানো হয়। তবে ঘটনার একদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
ভবন সংলগ্ন একটি চায়ের দোকানের মালিক প্রদীপ মণ্ডল ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১০টার পর কয়েকজন যুবক ২ লিটারের বোতলে করে অকটেন নিয়ে সিমেন্টের ব্যাগের ভেতর ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। এরপর তারা মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনটির দরজা-জানালা সব সময় বন্ধ থাকায় আগুন ভেতরে বেশি দূর ছড়াতে পারেনি।
স্থানীয়রা আরও জানান, এই ভবনে মালিকপক্ষের কেউ থাকেন না, তারা সবাই বাইরে থাকেন। ভবনটি দেখাশোনা করেন একমাত্র কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস।
কেয়ারটেকার ইনজার আলী জানান, ঘটনার সময় তিনি ওষুধ কেনার জন্য বাইরে গিয়েছিলেন। বাড়িতে ফিরে দেখেন প্রতিবেশীরা আগুন নেভাচ্ছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি (তদন্ত) তপন কুমার জানান, আলামত আপাতত সংগ্রহে রাখা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও তদন্ত চলছে। এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ইউটি/টিএ