প্রায় দুই দশকের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন দিন কয়েক হলো। কোনো আয়োজন, কোনো আনুষ্ঠানিক বিদায় নয়; চুপচাপ সরে দাঁড়ানো দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটারের। বিদায়ের সিদ্ধান্ত, আক্ষেপ, নির্বাচনী সংস্কৃতি এবং বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটার শামসুর রহমান শুভ।
এ'ই কথাগুলো আমি প্রায় ২০ বছর ধরে শুনে আসছি-এই প্লেয়ার ব্যাকআপ, ওই প্লেয়ার ব্যাকআপ, আন্ডার-১৯ আর এইচপি প্লেয়াররা রিপ্লেসমেন্ট হবে। এত বছর নিতে নিতে আর নিতে পারছিলাম না। তখন মনে হয়েছে, এইটাই বেস্ট টাইম নিজেকে সরিয়ে নেওয়ার' বলে দুঃখ প্রকাশ করেন ক্রিকেটার।
এবি/টিকে