ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দেবেন গণপূর্ত মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দেবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। ফোরামে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে শনিবার (৮ ফেব্রুয়ারি) আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মন্ত্রী। তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ওয়ার্ল্ড আরবান ফোরামে ‘সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রায়ন ও অর্থায়নে জাতীয় কৌশল : চ্যালেঞ্জ ও উদাহরণ’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গণপূর্ত মন্ত্রী অংশ নেবেন। পরে ‘ভয়েসেস ফ্রম সিটি’স’, ‘নেটওয়ার্কিং ইভেন্ট’ সহ ফোরাম আয়োজিত অন্যান্য কর্মসূচীতে অংশ নেবেন শ ম রেজাউল করিম। ৯ ফেব্রুয়ারি এসব কর্মসূচী অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ইউএন-হ্যাবিটেটের আয়োজনে নগরসমূহের চ্যালেঞ্জের ওপর অন্যতম অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সভা হচ্ছে ওয়ার্ল্ড আরবান ফোরাম। এছাড়া টেকসই নগরায়ণের জন্য অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এই ফোরাম।

 

টাইমস/এসএন

Share this news on: