ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতির দায়িত্বও পালন করছেন মিঠুন। অধিনায়কত্ব করেছেন এনসিএলে। গেল বছর বিপিএলে চট্টগ্রাম দলকে তুলেছিলেন ফাইনালে। আজ (রোববার) পূর্বাচলে ঢাকার আনুষ্ঠানিকভাবে বিপিএল প্রস্তুতি শুরু হয়েছে, সেখানেই মিঠুনকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা আসে।
অনুশীলনের ফাঁকে ঢাকার অধিনায়ক হিসেবে মিঠুনের নাম ঘোষণা করা হয় দলের পক্ষ হতে। এ বছর দলটিতে বিদেশি হিসেবে শানাকা-হেলস-ইমাদের সঙ্গী উসমান খান, জুবাইরউল্লাহ আকবরী, ওডিন স্মিথ, জিয়া শরিফি। দেশিদের মধ্য শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান, তাসকিন, সাইফ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুররা। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ, জিয়া শরিফি।
আরআই/টিএ