ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: মাহদি আমিন

ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার ওপর কোনো ভ্যাট আরোপ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন। তিনি বলেন, বিএনপি সনদনির্ভর নয়, বরং মানুষের ওপর বিনিয়োগে বিশ্বাস করে।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার গুলশানের আমারী হোটেলে ইয়থ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির অন্যতম এই নীতি-গবেষক বলেন, বিএনপির কাছে শিক্ষার অর্থ শুধু সনদ নয়, বরং শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা, যারা দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম হবে। জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু মূল বাঁধা ভাষার দক্ষতা ও কাজের উপযোগী প্রশিক্ষণের ঘাটতি।

তিনি বলেন,ভবিষ্যতে বিএনপি শিক্ষার ওপর কোনো ভ্যাট বসাবে না। শুধু বড় বড় স্থাপনা নয়, আমরা মানুষের ওপর বিনিয়োগ করতে চাই। ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট- নীতি নিয়ে কাজ করতে চাই, যাতে শিক্ষকরা নিয়মিত শিখতে পারেন এবং আরও মানসম্মত শিক্ষা দিতে পারেন।

বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় বিএনপির সময়। জুলাই আন্দোলনে সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভূমিকা ছিল উল্লেখ করার মতো উল্লেখ করেন মাহদী আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউথ কাউন্সিল অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন- ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, শিখো’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী এবং সংবাদমাধ্যম সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা, কলাম লেখক ও ব্যাংকার শাফকাত রাব্বী।

দেশের অর্থনীতির বিপরীতে শিক্ষাব্যবস্থা এগোয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নির্ভর করছে শিক্ষা সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষকদের ক্ষমতায়নের ওপর।বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের অর্থনীতি এগিয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা সে অনুযায়ী অগ্রগতি লাভ করেনি।

ইউথ কাউন্সিল অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ধরনই বদলে দিচ্ছে। আজকের এই আলোচনা তরুণদের জন্য ভবিষ্যৎ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগ করেন তিনি।

বাংলাদেশের শিক্ষা সংকট মূলত ‘ব্যাপ্তি ও সম্পদের সীমাবদ্ধতার ফল’ বলে মনে করেন শিখো’র শাহির চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে ৪ কোটি ২০ লাখ শিক্ষার্থী, ৬ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা অনেক উন্নত দেশের মোট জনসংখ্যার চেয়েও বড়। অথচ শিক্ষায় সরকারি ব্যয় জিডিপির মাত্র ১.৬–১.৭ শতাংশ, ফলে প্রচলিত পদ্ধতিতে এই চাহিদা পূরণ করা সম্ভব নয়।

শাফকাত রাব্বী বলেন, এআই চাকরি কমাবে না। বরং আমরা যদি এআই সম্পর্কে আরও প্রশিক্ষণ নিতে পারি তাহলে চাকরির বৃহৎ বাজার তৈরি হবে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : শেখ রবিউল আলম রবি Dec 22, 2025
img
বলিউড ছাড়ার গুঞ্জনে ঊর্মিলা মাতন্ডকরের মন্তব্য Dec 22, 2025
img
বাংলাদেশ স্থিতিশীল ও শান্তিতে থাকুক চায় না শেখ হাসিনা : রিজভী Dec 22, 2025
img
দীর্ঘ পনেরো মাস পর পর্দায় ফিরছেন সালমান খান Dec 22, 2025
img
ছোট ঋণে প্রভিশনের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক Dec 22, 2025
img
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কাল Dec 22, 2025
img
শক্তি শালিনীতে জুটি বাঁধছেন লক্ষ্য ও অনীত পাড্ডা Dec 22, 2025
img
গণমাধ্যম নিয়ে দুই নেতার বক্তব্য অনিচ্ছাকৃত 'স্লিপ অব টাং': ছাত্রশিবির Dec 22, 2025
img
জাহানারার অভিযোগ ইস্যুতে তদন্ত কমিটির সময় আবার বাড়লো Dec 22, 2025
img
এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতি তদন্ত শুরু দুদকের Dec 22, 2025
img
বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা হয়নি, দাবি ভারতের Dec 22, 2025
img
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকরা, আশ্বস্ত করল বিএনপি Dec 22, 2025
img
মিনাক্ষী চৌধুরীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রদীপ Dec 22, 2025
img
বিপিএলে ভালো খেলে বিশ্বকাপ দলে ফিরতে চান সাইফউদ্দিন Dec 22, 2025
img
জনপ্রিয় র‌্যাপার উইজ খলিফার ৯ মাসের কারাদণ্ড Dec 22, 2025
img
‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে আজ Dec 22, 2025
img
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল Dec 22, 2025
img
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: মাহদি আমিন Dec 22, 2025
img
চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কটুক্তি, সলমানের সঙ্গে তুলনা Dec 22, 2025
img
কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক হোসেন Dec 22, 2025