অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং প্রায় দুই দশক আগে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে গম্ভীর চরিত্রে তাকে বেশি দেখা যেত। তবে সময়ের সঙ্গে সেই পরিচিত গণ্ডি ভেঙে নতুন রূপে নিজেকে মেলে ধরেন চিত্রাঙ্গদা যার কারণে তাকে হতে হয়েছে সমালোচনার শিকার।
সমালোচনার ঝড় পেরিয়ে নিজের পথেঁ হাঁটতে বিশ্বাসী চিত্রাঙ্গদা সিং জনপ্রিয় কমেডি সিনেমা ‘হাউসফুল ৫’ এ ‘বস্তুভিত্তিক নারী’ চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন চিত্রাঙ্গদা। সম্প্রতি তার নতুন সিনেমা ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডারস’র মুক্তিতে ফের আলোচনায় উঠে এসেছেন তিনি।
সম্প্রতি জুমকে দেয়া এক সাক্ষাৎকারে দর্শকের সমালোচনা নিয়ে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান চিত্রাঙ্গদা। ‘হাউসফুল ৫’ এ ‘বস্তুভিত্তিক নারী’ চরিত্রে অভিনয় করে সমালোচনার শিকার হয়েছিলেন চিত্রাঙ্গদা ।
তিনি বলেন, ‘নতুন কিছু করলে আমি সৃজনশীলভাবে তৃপ্তি পাই। মানুষ বিচার করবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি কারও মতামত দ্বারা প্রভাবিত হই না। আইটেম গান হলেও আমি সেটা উপভোগ করি।’
তিনি আরও জানান, ‘পরিচালক ফারাহ খান যখন তাকে আইটেম গানের প্রস্তাব দেন তখন প্রথমে বিষয়টি তার কমফোর্ট জোনের বাইরে মনে হয়েছিল। তবে চিত্রাঙ্গদার বিশ্বাস একজন তারকার প্রকৃত দায়িত্ব হলো সব ধরনের চরিত্রে নিজেকে রূপান্তর করার সাহস রাখা।’
‘একজন তারকার প্রকৃত দায়িত্ব হলো সব ধরনের চরিত্রে নিজেকে রূপান্তর করার সাহস রাখা’
শুক্রবার (১৯ ডিসেম্বর) মুক্তি পায় হানি ত্রেহান পরিচালিত ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডারস’। চিত্রাঙ্গদা ছাড়াও ছবিতে রয়েছেন দীপ্তি নাভাল, রজত কাপুর, রেবতী, ইলা অরুণ, সঞ্জয় কাপুর ও অখিলেন্দ্র মিশ্র। নওয়াজউদ্দিন সিদ্দিকী রয়েছেন একটি বিশেষ ভূমিকায়।
পরবতীর্তে ‘ব্যাটল অব গালওয়ান’ এ দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।
আইআর/টিএ