সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা—আজকাল প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় কটুক্তি ও ট্রলিংয়ের শিকার। কোনও ছবি বা ভিডিও পছন্দ না হলেই কমেন্ট বক্সে নেমে আসে কটাক্ষের বন্যা। এই অজ্ঞাত পরিচয় মানুষদের এমন আচরণ কীভাবে সামলান অভিনেত্রী কোয়েল মল্লিক?
টলিউডে এমন অভিনেত্রী খুঁজে পাওয়া কঠিন, যাঁকে নিয়ে কখনও সোশ্যাল মিডিয়ায় ট্রলিং হয়নি—কোয়েলও তার ব্যতিক্রম নন। তবে নিজের ব্যক্তিগত জীবন ভীষণ ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন, নিয়মিত ছবি বা ভিডিও পোস্টও করেন না। এক কথায়, কোয়েল যেন সোশ্যাল মিডিয়ায় একেবারেই ‘আনসোশ্যাল’।
তবে সহকর্মী অভিনেতা-অভিনেত্রীদের যেভাবে কটাক্ষের শিকার হতে দেখেন, তা নিয়ে যথেষ্ট চিন্তিত কোয়েল। এই প্রসঙ্গে তিনি বলেন, “কমেন্ট বক্সে যারা মন্তব্য করেন, তাদের প্রথম কয়েকটা শব্দ দেখলেই বোঝা যায় তারা কতটা অসুস্থ মানসিকতার মানুষ।
নিজের জীবনে ডিপ্রেশন থেকেই তারা এই সব কথা বলে।”
বাংলাদেশের এক গণমাধ্যম-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক আরও বলেন, “আমার মনে হয়, যতটা ইগনোর করা যায় ততটাই ভালো। এই সব কমেন্টের যদি উত্তর না দেওয়া যায়, তাহলে পরে আর ব্যাপারটা কন্টিনিউ হয় না। তাই কে কী বলছে, তাতে পাত্তা না দেওয়াই সবচেয়ে ভালো।"
কাজের দিক থেকে কোয়েল মল্লিকের ঝুলিতে রয়েছে সুখবর। বেশ কয়েক বছর বিরতির পর তিনি বড় পর্দায় ফিরেছেন ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে, আর প্রথম ছবিতেই দর্শকের মন জয় করে নিয়েছেন। আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’।
‘স্বার্থপর’-এ শান্ত, সংযত এক বোনের চরিত্রে অভিনয়ের পর এবার কোয়েলকে দেখা যাবে বাঙালি গোয়েন্দা মিতিন মাসি-র ভূমিকায়। যদিও এই চরিত্রে এটাই প্রথম নয়—এর আগেও মিতিন মাসি সিরিজের দুটি ছবি মুক্তি পেয়েছিল, যা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল।
এসকে/টিকে