বিশ্বকাপ জয়ের বিষয়ে নেইমারের চাঞ্চল্যকর মন্তব্য

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপের চতুর্থ আসরে খেলার স্বপ্ন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। কিন্তু তিনি জাতীয় দলের বাইরে আছেন দুই বছরেরও বেশি সময়। এমনকি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে এরই মাঝে বিশ্বকাপ খেলা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন নেইমার। অসম্ভবকে সম্ভব করে তিনি বিশ্বকাপ জেতাতে সবকিছু করার ঘোষণা দিয়েছেন।

২০২৬ বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টের জন্য মার্চে ফিফা উইন্ডোর পর ব্রাজিল স্কোয়াড সাজাবে বলে জানিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। ওই সময় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে। সেই দুটি ম্যাচ দেখেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড সাজিয়ে ফেলতে চান ব্রাজিল কোচ। কিন্তু এখনও ইনজুরিতে থাকা নেইমারের সেখানে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেজন্য অন্তত আসন্ন প্রীতি ম্যাচের দলে থাকতে হবে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে।



জাতীয় দলে ফেরার বিষয়টি অনিশ্চিত হলেও, নেইমার নিজে যেমন স্বপ্ন দেখছেন, তেমনি ভক্তদেরও স্বপ্ন দেখানো থামাননি। একেবারেই অপ্রত্যাশিত এক মঞ্চে তিনি সেই স্বপ্ন প্রকাশ করেন। সাও পাওলোতে জনপ্রিয় সংগীত আয়োজন ‘তারদেজিনিয়া’র মঞ্চে অতিথি হিসেবে উঠে হাজারও দর্শকের সামনে মাইক্রোফোন হাতে নেন নেইমার। সেখানে তিনি বলেন, ‘আমরা ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য সবকিছু করব। সম্ভব আর অসম্ভব– সব কিছুই। যে জন্য জুলাইয়ে (বিশ্বকাপ শেষে) তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আনচেলত্তি, আমাদের সাহায্য করুন!”

কেবল সেখানেই থামলেন না নেইমার। ফাইনালে উঠলে গোল করারও প্রতিশ্রুতি দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘যদি আমরা ফাইনাল খেলতে পারি, প্রতিশ্রুতি দিচ্ছি আমি গোল করব।’ বাস্তবতার চেয়ে বেশি আকাঙ্ক্ষার মতো শোনালেও, এই মন্তব্য নেইমারকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তার শরীর কীভাবে সাড়া দেয় এবং আনচেলত্তি কোন পথে হাঁটেন– তা সময়ই বলবে। তবে ব্রাজিলের এই তারকা স্পষ্ট করে দিয়েছেন, তার স্বপ্ন এখনও অটুট– ২০২৬ বিশ্বকাপে খেলা এবং আবারও ব্রাজিলকে ফুটবল বিশ্বের শীর্ষে পৌঁছে দেওয়া।
নেইমারকে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে তিনি এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়েন। এরপর থেকে আনচেলত্তি অন্য খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছেন এবং নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন– নেইমার যদি নিজের সেরা শারীরিক ফর্মে ফিরতে পারেন, তাহলে তাকে বিবেচনায় নেওয়া হবে। আপাতত সেই সম্ভাবনা অনেক দূরে বলেই মনে হচ্ছে, বিশেষ করে মৌসুমের শেষদিকে মেনিস্কাস চোটের কারণে তাকে আবারও অস্ত্রোপচার করতে হচ্ছে।

একের পর এক ইনজুরি ও ফিটনেসজনিত দুর্বলতার কারণে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমারকে আর দলে ডাকা হয়নি। তার শারীরিক অবস্থা এখনও অনিশ্চিত। চোট-আঘাত তার সাম্প্রতিক ক্যারিয়ারকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং ফলে তাকে ভুগতে হয়েছে ধারাবাহিকতার অভাবে। এমনকি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গিয়েও সমস্যাগুলো পিছু ছাড়েনি, যদিও তিনি ক্লাবটিকে এই মৌসুমে অবনমন থেকে রক্ষা করেছেন। দুয়েকদিনের মধ্যে অস্ত্রোপচার হতে পারে নেইমারের।
এদিকে, সেখান থেকে পুরোপুরি সেরে উঠতে ব্রাজিলিয়ান তারকার সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘গ্লোবো’। নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, সোমবার সকালে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ও তার দল নেইমারের সার্জারি করিয়েছেন। মেনিস্কাস ইনজুরির জন্য আর্থ্রোস্কপি করানো হয়েছে তার। একইদিন বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাকে একজন ফিজিওথেরাপিস্টের পর্যবেক্ষণে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে।

আরআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নুরের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার বিচার দাবি ডাকসুর Dec 23, 2025
img
পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে Dec 23, 2025
img
সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Dec 23, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলবে: ইশরাক Dec 23, 2025
img
বিএনপিতে যোগদানের একদিন পরই ডিবি’র হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা Dec 23, 2025
img
তারকা-রাজনীতিবিদদের যোগ্যতা নিয়ে মুখ খুললেন কৌশিক ব্যানার্জি Dec 23, 2025
img
সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার Dec 23, 2025
img

সোনু সুদ

মাত্র এক টাকার বিনিময়ে আপনি অনেক আশীর্বাদ পেতে পারেন Dec 23, 2025
img
টঙ্গীতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল Dec 23, 2025
img
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Dec 23, 2025
img
খুলনায় এনসিপির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক Dec 23, 2025
img
হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ আদালতের Dec 23, 2025
img
নির্বাচনী খরচে সমর্থকদের কাছে টাকা চেয়ে তাসনিম জারার পোস্ট Dec 23, 2025
img
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে নীরবতা পালন করবে বিসিবি Dec 23, 2025
img
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে নীরবতা পালন করবে বিসিবি Dec 23, 2025
img
মানুষ হিসেবে দেখলে সব সহজ Dec 23, 2025
img
গানম্যান পেলেন এনসিপির যে ৬ নেতা Dec 23, 2025
img
বরিশালে ছাত্রদল নেতা হত্যা মামলায় ১২ আসামি কারাগারে Dec 23, 2025
img
খুলনায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ Dec 22, 2025
img
প্রিয়াঙ্কার জন্যই রাজামৌলীর ‘বারাণসী’ ছবির বাজেট বেড়ে ১৩০০ কোটি! Dec 22, 2025