জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী, যিনি তাঁর সিনেমার মাধ্যমে মানুষের সম্পর্কের জটিল সমীকরণগুলি পর্দায় তুলে ধরেন, এবার বাস্তব জীবনে মানসিক শান্তি বজায় রাখার এক কঠোর সত্য প্রকাশ করলেন। তিনি মনে করেন, জীবন খুব ছোট, তাই জটিল বা টক্সিক মানুষের পেছনে সময় নষ্ট করা বোকামি।
কৌশিক গাঙ্গুলী বলেন, "কঠিন মানুষদের সঙ্গে দিনযাপন করে সময় নষ্ট করার মতো পরিস্থিতি আর নেই। তাই কাউকে বদলানোর চেষ্টা করার বদলে, তাঁকে ছেঁটে ফেলাই বুদ্ধিমানের কাজ।"
অনেকে সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে বা আবেগের বশে নেতিবাচক মানুষকে বদলানোর চেষ্টা করেন। কিন্তু কৌশিক গাঙ্গুলীর মতে, এই প্রচেষ্টা পণ্ডশ্রম মাত্র। কারো স্বভাব বদলানোর দায়িত্ব না নিয়ে, বরং নিজের মানসিক শান্তির জন্য সেইসব 'কঠিন' মানুষকে জীবন থেকে বাদ দেওয়াই প্রজ্ঞার পরিচয়। তাঁর এই বাস্তববাদী বার্তাটি প্রমাণ করে যে, নিজের ভালো থাকার চাবিকাঠি নিজের হাতেই রাখা উচিত।
এবি/টিকে