আইএলটি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে শারজাহ ওয়ারিয়র্স। তাসকিন আহমেদের বোলিং ঝলকের পর জেমস রিউর ব্যাটিং ঝলকে চড়ে জয় পেয়েছে শারজাহ। আবুধাবি নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্স।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবুধাবি। বোলিংয়ে প্রথম ওভারেই শারজাহর হয়ে বল করতে আসেন বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ। সেই ওভারেই আবুধাবির ওপেনার ফিল সল্টকে ফিরিয়ে দেন তাসকিন। ৬ বলে ৪ রান করে বিদায় নেন সল্ট। সেই ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন।
৩য় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন। প্রথম বলেই তাকে চার মারেন অ্যালেক্স হেলস। পরের বলেই অবশ্য হেলকে আউট করেছেন তাসকিন। সেই ওভারেও ৪ রান খরচা করেছেন তাসকিন। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট। ৫ম ওভারেই বল হাতে নেন তাসকিন আহমেদ। এবারে উইকেট পাননি। দিয়েছেন ৮ রান। টানা ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে জোড়া উইকেট।
দারুণ বল করা তাসকিন আবার বোলিংয়ে আসেন ১৯তম ওভারে। সেই ওভারে বেদম মার খেয়েছেন তাসকিন। শুরুর ৩ ওভার মিলে যেখানে দিয়েছেন কেবল ১৬ রান, সেখানে ১৯তম ওভারেই তাসকিন দিয়ে ফেলেন ২৫ রান। ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিং কোটা শেষ করলেন তাসকিন আহমেদ।
আবুধাবির হয়ে ৩৬ বলে ৪৪ রান করেন শেরফান রাদারফোর্ড। এছাড়া ২২ বলে ২৪ রান করেছেন উন্মুক্ত চাঁদ। ১২ বলে ১৮ রান করেছেন আন্দ্রে রাসেল। ৬ বলে ১৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় আবুধাবি নাইট রাইডার্স।
শারজাহর হয়ে ৩ উইকেট নেন আদিল রশিদ। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং ওয়াসিম আকরাম। ১টি করে উইকেট শিকার করেন সিকান্দার রাজা এবং ডুয়াইন প্রিটোরিয়াস।
জবাব দিতে নেমে ব্যর্থ হয়েছেন শারজাহর দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল এবং জনসন চার্লস। ৬ বলে ০ রান করে বিদায় নেন চার্লস। ৮ বলে ৭ রান করেছেন মোনাঙ্ক।
এরপর টম অ্যাবেলের ১৩ বলে ১৩ রান এবং টম কোহলার-ক্যাডমোরের ৩৫ বলে ৩০ রানের সুবাদে কিছুটা দিশা ফিরে পায় শারজাহ।
দুজনের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক সিকান্দার রাজা এবং জেমস রিউ। দুজনের ব্যাটে চড়ে গতি পায় শারজাহর ইনিংস। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন রাজা এবং জেমস। বেশি মারমুখি ছিলেন জেমস। রাজাও সঙ্গ দিয়ে গেছেন।
শেষ দিকে রাজার আউটে কিছুটা চাপে পড়ে যায় শারজাহ। ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে বিদায় নেন সিকান্দার রাজা। এরপর ৩ বলে ০ রান করে বিদায় নেন ডুয়াইন প্রিটোরিয়াসও। ম্যাচ আরও জমে ওঠে।
শেষ ওভারে জয়ের জন্য শারজাহর দরকার ছিল ১২ রান। শেষ ওভারের প্রথম বলেই চার মেরে দেন জেমস। পরের বলে নিয়েছেন সিঙ্গেল। সমীকরণ চলে আসে ৪ বলে ৭ রানে। এবার স্ট্রাইকে আদিল রশিদ। পরের বলে ১ রান নিয়ে জেমসকে স্ট্রাইক দেন রশিদ। ৩ বলে দরকার ৬ রান। কিন্তু না, রশিদের ১ রান নেওয়া বলটি আবার হয়েছে নো। ম্যাচের এমন সময়ে বোলার আন্দ্রে রাসেলের করা নো বল যেন অপরাধের চেয়েও বেশি কিছু। যাই হোক সমীকরণটা শারজাহর জন্য হয়ে যায় আরও সহজ। ৪ বলে দরকার ৫ রান।

ফ্রি হিট থেকে ২ রান নেন জেমস। ৩ বলে দরকার ৩ রান। পরের বল ডট, এরপর একটি ওয়াইড দেন রাসেল। পরের বলে ১ রান নেন জেমস। ১ বলে দরকার ১ রান। রশিদ সেই ১ রান নিয়ে দলকে জেতান। ৪ উইকেটে জয়লাভ করে শারজাহ।
আবুধাবির হয়ে ২টি করে উইকেট নেন অজয় কুমার এবং জেসন হোল্ডার। ১টি করে উইকেট শিকার করেছেন সুনীল নারাইন এবং ওলি স্টোন।
এবি/টিকে