সোশ্যাল মিডিয়ার উপর এখন অনেককিছু নির্ভর করে! তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কে আন্তরিক ভক্ত, আর কে শুধু কটাক্ষ করতে এসেছে, তা আলাদা করা এখন বেশ কঠিন। বাস্তবতা আর ভার্চুয়াল দুনিয়ার ব্যবধান নিয়েই তৈরি হচ্ছে বিভ্রান্তি, আর সেই নিয়েই উঠছে নানা প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ার নানা মন্তব্য প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, এই যুগে ফেসবুকের মন্তব্য দেখে কে ভক্ত, আর কে ভক্ত না, সেটা বোঝা মুশকিল। মানুষ বুঝে বলছে নাকি না বুঝে বলছে, সেটা অনেক সময় স্পষ্ট হয় না। তাই অন্যের সমালোচনার চেয়ে আমি নিজে কী ফিল করছি, সেটাই আমার কাছে বড়।
এদিকে, নতুন করে ‘বনলতা এক্সপ্রেস’ নামে নতুন একটি সিনেমার যুক্ত হয়েছেন মোশাররফ করিম। তানিম নূর পরিচালিত এই ছবিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধনসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। বর্তমানে এর শুটিং চলছে পুরোদমে।
এই সিনেমায় বদ্ধ হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এ রকম গল্পও হয়নি আসলে, এটা দারুণ এবং অসাধারণ একটা গল্প। আমার কাছে যখন নতুন কোনো চিত্রনাট্য বা চরিত্র আসে, তখন আমি প্রথমে দেখি যে চরিত্রটা আমি করতে পারব কি না বা চরিত্রটাকে আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি কি না। অনেক সময় চরিত্র ভীষণ ভালো লাগে, কিন্তু মনে হয়, ওটা করার ক্ষমতা আমার নেই বা আমি চরিত্রটাকে ভিজ্যুয়ালাইজ করতে পারছি না, তখন আফসোস হয়। কিন্তু চরিত্রটাকে যখন নিজের ভেতরে দেখতে পাই, সেই আনন্দের জন্যই আসলে আমি কাজটা করি।
আরআই/টিএ