নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নতুন মরশুমে অতিথি ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শো-এর একটি ছোট ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিতর্ক উসকে দিয়েছে।
ক্লিপে কপিল শর্মা বলেন, “ইনি মানুষের মনে এমনভাবে রাজত্ব করেন যে, মাঝেমধ্যে দু’ বাচ্চার বাবাও ভুলে যায় যে সে বিবাহিত!” প্রিয়াঙ্কা ফ্লার্টিং ভঙ্গিতে বলেন, “এরকম তো মাঝেমধ্যে হয়েই থাকে কপিল, ঠিক আছে।” এরপর কপিল বলেন, “প্রিয়াঙ্কাকে দেখলে নিজেকে সামলানো দায়।”
ক্লিপের শেষের অংশে প্রিয়াঙ্কা নিক জোনাসকে নিয়েও মন্তব্য করেন, “ও জানে, সবাই আমার সঙ্গে ফ্লার্ট করে। কিন্তু দিনের শেষে আমি তো বাড়িতেই ফিরি।”
সোশাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ কপিলকে কটাক্ষ করছেন, “আপনিও তো দু’ বাচ্চার বাবা, তবুও প্রকাশ্যে ফ্লার্ট করছেন।” কেউ প্রিয়াঙ্কার মন্তব্যকে সমালোচনা করছেন, “আপনি কি পরকীয়াকে সমর্থন করছেন?”
এমকে/টিএ