ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে জনসমক্ষে পিটিয়ে খুন এবং দাহ করার নৃশংস ঘটনায় সামাজিক ও আন্তর্জাতিক জনমত স্তব্ধ। এই ঘটনায় সরব হয়েছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী।
ফারুকী সোশাল মিডিয়ায় বলেন, “বাংলাদেশে পিটিয়ে মারার ঘটনার ভয়ানক ভিডিও দেখে আমি অসুস্থ বোধ করছি। এটাই কি ধর্ম রক্ষা করার পদ্ধতি? এই লোকগুলি অমানবিক দানব ছাড়া কিছুই নয়। গোটা বিশ্ব এই ঘটনা চুপ করে দেখছে। দয়া করে সরব হোন এবং এই দোষীদের ফাঁসিতে ঝোলান।”
প্রসঙ্গত, ফারুকী আগে হিন্দু দেবদেবীদের নিয়ে ‘চটুল রসিকতা’ করা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে এবার তিনি সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে এসেছেন।
এই ঘটনায় দেবলীনা ভট্টাচার্যও সোশাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।
এমকে/টিএ