দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত এক আলোচনাসভায় অভিনেতা জাভেদ আখতার উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল ঈশ্বরের অস্তিত্ব এবং মানবজাতির প্রতি তাঁর দায়িত্ব।এই আলোচনায় ইসলাম বিষয়ক বিশ্লেষক মুফতি শামিল নাদভি জাভেদের সঙ্গে যুক্ত হন।
আলোচনায় জাভেদ আখতার প্রশ্ন তুলেন, ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তাহলে গাজায় শিশুদের প্রতি যে অত্যাচার হয়েছে, তার কারণ কী। জাভেদ আরও বলেন, “ঈশ্বর যদি সত্যিই সর্বশক্তিমান হতেন, তবে কেন প্যালেস্টাইনের সাত হাজার মানুষ এত কষ্ট ভোগ করলেন? এই দিক থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভালো। অন্তত উনি মানুষের খেয়াল রাখেন।”
জাভেদের এই মন্তব্য শোনার পর উপস্থিত দর্শকরা অবাক হয়েছেন। অনেকেই মনে করেছেন এটি ব্যঙ্গাত্মক ধাঁচে বলা হয়েছে, কারণ জাভেদ আখতার পদ্মশিবিরের বিরোধী হিসেবে পরিচিত। তবুও অনেকে মনে করছেন, জাভেদের বক্তব্যে মানবিক দিকের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে।
দুই ঘণ্টার বিতর্ক চলাকালীন জাভেদ এবং মুফতি শামিল উভয়েই সমানভাবে তাদের মতামত প্রকাশ করেছেন। দর্শকরা দেখেছেন, কিভাবে ধর্ম, মানবিকতা এবং নেতৃত্বের মধ্যে সম্পর্ক নিয়ে উভয় পক্ষের তর্ক ও বিশ্লেষণ হয়েছে। এই আলোচনাসভা সামাজিক ও বিনোদনময় আলোচনার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে।
আরপি/এসএন