২০ ডিসেম্বর নবাবপুত্র তৈমুর আলি খান আট বছরের হয়ে উঠলেন। জন্মদিনের আনন্দ আরও বিশেষ করে তুললেন মা কারিনা কাপুর খান, যিনি ‘লিওনেল মেসি’ থিমে বার্থডে পার্টির আসর সাজিয়েছেন। মেসির প্রতি তৈমুরের অনুরাগ বহু আগেই প্রকাশিত হয়েছে। তাই জন্মদিনে করিনা পুরো আয়োজনকে মেসির ছোঁয়ায় রাঙিয়েছেন।
পার্টির জন্য বাগান নীল বেলুন ও ফুটবল আকারের বেলুনে সাজানো হয়েছে। জন্মদিনের সাজে মেসির ১০ নম্বর জার্সি ঝলমল করছে। করিনা ইনস্টাগ্রামে শিশুর জন্য শুভেচ্ছা জানান, “শুভ জন্মদিন টিম।” সইফ আলি খানও সন্তান তৈমুরের ফুটবল ও খেলার প্রতি ঝোঁক জানিয়ে গর্ব প্রকাশ করেছেন।
ছোট্ট তৈমুর শৈশব থেকেই বলিপাড়ার আলোচিত মুখ। ‘সেলেব কিড’ হিসেবে তার উপস্থিতি ও নানান কাণ্ডকারখানা দর্শকদের মধ্যে প্রিয় হয়ে উঠেছে। জন্মদিনের দিনেই এই বার্থডে পার্টি তার পরিবার ও ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সমাহার ঘটিয়েছে।
তৈমুরের বড় ভাই-বোন অনন্যা পাণ্ডে ও মা ডায়না পাণ্ডেও স্নেহভরা শুভেচ্ছা জানিয়েছেন। করিনা ও সইফের সঙ্গে পরিবারে এবং ছোট্ট অতিথিদের উপস্থিতিতে জন্মদিনের মুহূর্তটি আরও স্মরণীয় হয়ে উঠেছে।
আরপি/এসএন