হায়দরাবাদের এক অনুষ্ঠানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার রেশ এখনও কাটেনি। রবিবার একটি শাড়ির শোরুম উদ্বোধনে যোগ দিতে গিয়ে জনতার ভিড়ে টানাহেঁচড়ার শিকার হন অভিনেত্রী। মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে এগোতেই হঠাৎ করেই তাকে ঘিরে ধরে উৎসুক জনতা। সেলফি ও কাছে যাওয়ার আবদারে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নিরাপত্তারক্ষীরাও সামাল দিতে হিমশিম খান।
সেই মুহূর্তে সামান্থা ধৈর্য হারাননি। চাপা ভিড়ের মধ্যেও ঠোঁটের কোণে হাসি রেখেই ভক্তদের আবদার মেটান তিনি। পরে পুলিশের সহায়তায় নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছতে সক্ষম হন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। প্রশ্ন ওঠে, প্রকাশ্য দিবালোকে একজন জনপ্রিয় অভিনেত্রীর নিরাপত্তা নিয়েই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। দক্ষিণী চলচ্চিত্র জগতের একাংশও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
এই ঘটনার পর মঙ্গলবার রাতে মুম্বইয়ে পৌঁছন সামান্থা। সেখানেই দেখা যায় ভিন্ন এক দৃশ্য। বিমানবন্দরে স্ত্রীকে এক মুহূর্তের জন্যও একা ছাড়তে চাননি তার নতুন স্বামী রাজ নিদিমরু। হাত ধরে, কাঁধে হাত রেখে সামান্থাকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। অনুরাগীদের একাংশের ধারণা, হায়দরাবাদের ঘটনার ধাক্কাতেই যেন আরও বেশি সুরক্ষার বেষ্টনী তৈরি করলেন রাজ।
ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। অনেকের চোখে এই দৃশ্য দায়িত্বশীল স্বামীর প্রতিচ্ছবি, আবার কেউ কেউ বলছেন, সামান্থার নিরাপত্তা নিয়ে ক্ষোভ থেকেই এমন আচরণ। সব মিলিয়ে হায়দরাবাদের ঘটনার পর সামান্থা ও রাজ নিদিমরুর এই মুহূর্ত এখন বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রে।
আরপি/এসএন