বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) শুরুর বাকি আর অল্প কিছুদিন। এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। এবার নতুন ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।
চট্টগ্রাম দলে ভিড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটার মির্জা তাহির বেগকে। পাকিস্তান জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার এবারই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচ খেলে ১৩০.৫৬ স্ট্রাইক রেটে ৮৩৩ রান করেছেন মির্জা।
বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছিল বেশকিছু বিদেশি ক্রিকেটারকে। যদিও বিভিন্ন জটিলতায় খেলতে আসছেন না নিরোশান ডিকভেলা, আবরার আহমেদ ও পল স্টার্লিং। আগেই নিশ্চিত হয়েছিল বিপিএলে আসছেন না অ্যাঞ্জেলো পেরেরা।
চট্টগ্রামের রয়্যালসের জার্সিতে দেখা যাবে বিপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখকে। দলে আছেন শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলামরা। বিদেশিদের মধ্যে রয়েছেন ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলামরা।
একনজরে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড :
নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বাইগ।
এমআর/টিএ