বিজয় সালগাঁওকরের গল্প আরও একবার পর্দায় ফিরতে চলেছে। আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে বহুল আলোচিত ছবি ‘দৃশ্যম থ্রি’-এর। আগামী দুই অক্টোবর ২ হাজার ২৬ সালে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনটি ইতিমধ্যেই দর্শকদের কাছে ‘দৃশ্যম ডে’ হিসেবে পরিচিত, ফলে মুক্তির দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে নতুন ইতিহাস।
অভিষেক পাঠক পরিচালিত এই কিস্তিকে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড়, সবচেয়ে টানটান এবং সবচেয়ে আবেগঘন পর্ব হিসেবে তুলে ধরার প্রস্তুতি চলছে। আগের দুই পর্বের মতোই বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরছেন অজয় দেবগন। তার সঙ্গে আবারও দেখা যাবে তবু, শ্রিয়া শরণ এবং রজত কাপুরকে, যাঁরা নিজেদের অভিনয় দিয়ে এই সিরিজকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিলেন।
বর্তমানে একাধিক শহরে ছবিটির শুটিং চলছে। আগের পর্বগুলোর তুলনায় এবার দৃশ্য পরিকল্পনা, নাটকীয়তা ও সাসপেন্সে থাকছে বড় মাত্রার বিস্তার। নির্মাতাদের দাবি, একেবারে নতুন মোড় এবং গভীর আবেগের গল্প নিয়ে আসছে ‘দৃশ্যম থ্রি’, যা বলিউড থ্রিলার ধারাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।
প্রথম ‘দৃশ্যম’ ছবির গল্পে দুই অক্টোবর তারিখটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই তারিখই এবার বাস্তবে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছে উৎসবের দিনে পরিণত হতে চলেছে। যে দিনটি একসময় ছিল কেবল গল্পের অংশ, আজ তা হয়ে উঠছে সিনেমার এক বিশেষ উদযাপন।
‘দৃশ্যম থ্রি’ শুধু একটি সিক্যুয়েল নয়, বরং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এটি চূড়ান্ত পরিণতি বলেই মনে করছেন অনুরাগীরা।
এমআর/টিএ