ভারত-পাকিস্তানের লড়াই যেন কোনোদিনই থামার নয়। রাজনীতির মাঠে দুই দেশের লড়াই তো সবসময় চলেই। সেই লড়াই রাজনীতি পেরিয়ে সীমান্ত এবং পরে খেলার মাঠ পর্যন্ত চলে যায়।
সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে ৩ বার। বিতর্ক পিছু ছাড়েনি কোনো ম্যাচেই। দুই দলের প্লেয়ারদের হাত না মেলানো, সংবাদ সম্মেলন বয়কটসহ নানা ঘটনায় বারবার খবরের শিরোনাম হয়েছেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। পরে আচরণবিধি লঙ্ঘনের জন্য কয়েকজন ক্রিকেটারকে শাস্তিও দিয়েছিল আইসিসি।
এবার যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ফাইনালে ১৯১ রানের দারুণ এক জয় পায় পাকিস্তান। তবে দলটির দাবি, ভারতের ক্রিকেটাররা স্লেজিং এবং উসকানিমূলক আচরণ করেছেন। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ আহমেদও ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেরেছেন। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, এই ব্যাপারে ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করবে পাকিস্তান।
নাকভি বলেছেন, ‘পুরো ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাব। রাজনীতি আর খেলাধুলা সব সময় আলাদা রাখা উচিত।’
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ আহমেদ বলেছেন, ‘ভারত যা করেছে, তা ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। আমরা কিন্তু জয়ের পর যথেষ্ট খেলোয়াড়সুলভ আচরণ করেছি। মাঠের খেলায় মাঠের ভদ্রতা বজায় রাখা জরুরি। ভারত যা করেছে, তা তাদের মানসিকতারই প্রতিফলন।’
পেহেলগামের ঘটনার পর থেকে যেকোনো পর্যায়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বিতর্ক, তর্ক আর সমালোচনা। যুব এশিয়া কাপেও রয়ে গেল সেই রেশ।
এমআর