নানি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য প্যারাডাইস’ ঘিরে শুরু থেকেই দর্শকমহলে কৌতূহলের শেষ ছিল না। ছবিটিতে নায়িকা হিসেবে প্রথমে আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নানির বিপরীতে তাকে দেখা যেতে পারে, এমন জল্পনাও ছড়িয়েছিল বিনোদন মহলে। তবে শেষ পর্যন্ত অজ্ঞাত কারণেই এই জুটি বাস্তবায়িত হয়নি।
এরপর ছবির নায়িকা হিসেবে নতুন নাম ঘোষণা করা হয়েছে দক্ষিণী চলচ্চিত্র জগতের উদীয়মান তারকা কায়াদু লোহারকে। আঞ্চলিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। এবার বড় বাজেটের এই ছবিতে মুখ্য নারী চরিত্রে তার অন্তর্ভুক্তি ছবিটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
ব্যতিক্রমী গল্প ও দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল পরিকল্পনার জন্য ‘দ্য প্যারাডাইস’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। নানির সঙ্গে কায়াদু লোহারের নতুন জুটি দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, তা নিয়ে এখন থেকেই প্রত্যাশা তুঙ্গে। নতুন এই অনস্ক্রিন জুটির রসায়ন দেখার অপেক্ষায় অনুরাগীরা।
এমআর