অ্যাশেজ হারের পর নিজ দেশের দর্শক ও গণমাধ্যমের তোপের মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের মাঝে ঘোরাঘুরি ও মদ্যপানের বিষয়ে বেন স্টোকসের দলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইসিবির ক্রিকেট ডিরেক্টর রব কি।
অ্যাশেজের প্রথম ৩ টেস্টে ধরাশায়ী ইংল্যান্ড প্লেয়ারদের রীতিমতো শূলে চড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। অ্যাডিলেড টেস্টের আগে ৪ দিন কুইন্সল্যান্ড উপকূলে ঘুরে বেরিয়েছেন বেন স্টোকসরা। অভিযোগ রয়েছে অতিরিক্ত মদ্যপানেরও। বিষয়টি খতিয়ে দেখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি বলেন, 'ছয় দিন মদ্যপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবো। আমি ড্রিংকিং কালচারটা পছন্দ করিনা।'
তবে, এবারই প্রথম নয়। নিউজিল্যান্ড সফরে কোনো এক ম্যাচের আগের রাতে মদ্যপান করেছিলেন হ্যারি ব্রুক ও জেকব বেথেল, এমন খবরও নাকি পেয়েছিলো ইসিবি। সেসময় কিছু না বললেও, অ্যাশেজ হারিয়ে আঁতে ঘা লেগেছে ইংলিশদের। তাই কঠোর হওয়ার কথা ভাবছে বোর্ড।
এদিকে, বক্সিং ডে টেস্টের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন টড মারফি ও ঝাই রিচার্ডসন। ইনজুরির কারণে নেই নাথান লায়ন ও প্যাট কামিন্স।
আরআই/টিএ